25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    বঙ্গবাজারের আগুন আওয়ামী লীগের লোকজনই দিয়েছে – ফখরুল

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    বঙ্গবাজারের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। নিরপেক্ষ তদন্ত করলেই এই সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাটি বিএনপি ঘটিয়েছে কিনা— ক্ষমতাসীনদের এমন সন্দেহের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমরা চেয়েছি একটা নিরপেক্ষ তদন্ত। প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। বহুদিন ধরে আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী লোকজন বঙ্গবাজার দখল করার চেষ্টা করছিলেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে এটাই বেরিয়ে আসবে।’

    গত বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, আন্দোলনে ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।’

    ওবায়দুল কাদেরের ওই বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেব লোক হাসানোর জন্য এমন বক্তব্য দিয়েছেন।’

    এর আগে সকালে যুগপৎ আন্দোলন বিষয়ে আলোচনায় বসেন বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির নেতারা। ওই আলোচনার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর