:::: নাদিরা শিমু :::
চন্দনাইশে একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মীকে সন্ত্রাসীরা মারধর করে দ্বিতল ভবন থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। গত মঙ্গলবার বিকেলে আয়ুব মিয়াজী (৩২) নামের এই সংবাদকর্মীর উপর তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মিয়াজী কম্পিউটার সেন্টারে সন্ত্রাসীরা হামলা চালায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা যায় মুমূর্ষু সেই সাংবাদিকরা ভবনের উপর থেকে ফেলে দিলে সে রাস্তায় থাকা একটি রিকসার উপরে পড়ে। রিকসা থেকে তার নিথর দেহ রাস্তায় পড়ে থাকে।
পরে আহত আয়ুবকে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাতে চমেক হাসপাতালে প্রেরণ করেন।তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত আয়ুব মিয়াজীর পরিবার জানায়, পূর্ব দোহাজারী এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকর (ভূমি) অবহিত করেন আয়ুব। পরবর্তীতে একটি অনলাইন পোর্টালে পাহাড় কাটার নিউজ প্রচার করেন। এই ঘটনার জেরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা করে৷ তাকে মেরে নির্মমভাবে ভবন থেকে ফেলে দেয়।
দ্বিতল ভবন থেকে ফেলে দেবার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রামের গণমাধ্যমকর্মী তৎপর হন।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন টেলিফোনে জানান, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম টেলিফোনে জানান, পূর্ব দোহাজারী এলাকায় পাহাড় কাটার বিষয়টি গত শুক্রবার তাকে অবহিত করেন সাংবাদিক আয়ুব মিয়াজী। সংবাদ পাওয়ার পর ওইদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে( ৪ এপ্রিল মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিলো ওই এলাকায়। ‘
পাহাড় কাটার বিষয়ে তিনি ডিসি অফিসে মামলা করার জন্য রির্পোট দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, পাহাড় কাটার ব্যাপারে সংবাদ অবহিত করার এই সাংবাদিকের ওপর হামলা হয়েছে কি না তিনি সেটা জানাতে না পারলেও বিষয়টি তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সাংবাদিক আয়ুব মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাব। জড়িত সন্ত্রাসী ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ চন্দনাইশে কর্মরত সাংবাদিকরা।
এই হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (৫ এপ্রিল) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের করা হয়েছে । ঘটনার দুই দিন গত হলেও আসামিদের গ্রেফতার না করে উল্টো এক মহিলাকে সামনে আনা হয়েছে। সেই মহিলার অভিযোগ আয়ুবের কাছে পাওনা টাকা আদায় করতে তার দোকানে গিয়েছিল সে। ভয়ে আযুব ভবন থেকে লাফ দিয়েছে। ‘
এইবাংলা/সিপি