::: নিজস্ব প্রতিবেদক :::
দৈনিক প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার করার মধ্য দিয়ে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা বাতিলের সুপারিশ করেছিল। সেই ধারা দুটি বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
একই সঙ্গে আইনমন্ত্রী বলেছেন, কোনো অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার এবং অপব্যবহার বন্ধে আইনের কিছু সংস্কারের বিষয়ে সরকার আলোচনা করছে। জানা যায় দৈনিক প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আইনমন্ত্রী।
সরকারের এমন অবস্থানের পেছনে ব্যাখ্যা বা যুক্তি কী এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাসের মর্যাদা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার কথা বলেছেন।
আইনমন্ত্রী বলেন, ২১ ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। এই বিষয়গুলোতে মানুষের আবেগ-অনুভূতি রয়েছে। কিন্তু দেশের ভিত্তির এই বিষয়গুলো নিয়ে কটাক্ষ করে স্বাধীনতাবিরোধীরা একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে থাকে। সে জন্য সরকার এই ধারা বাতিল করবে না।
সাংবাদিকদের উপর ক্রমাগতভাবে এই আইনে মামলা হবার পর থেকেই দাবি উঠেছিল ৫৭ ধারা বাতিলের বিষয়টি নিয়ে। ‘৫৭ ধারা থাকবে না’ বলেছিলেন অনেক মন্ত্রী, এমনকি পুলিশও। নামে না থাকলেও, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯, ৩১ ধারায় ৫৭ ধারা প্রতিস্থাপন করা হয়েছে। যা আরও বিস্তৃত, আরও ভীতিকর বলছেল সুশীল সমাজ।
এইবাংলা/হিমেল