::: নিজস্ব প্রতিবেদক :::
শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ পিস (প্রায় ৩ কেজি) স্বর্ণবারসহ শারজাহ ফেরত এক যাত্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ থেকে আগত ১ জন যাত্রীর কাছ থেকে ২৪ টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।
জানা যায়, আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ।তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। সে এয়ার এরাবিয়া এর G9-522 ফ্লাইট যোগে শারজাহ হতে সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।
আটককৃত ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য দুই কোটি এক লাখ ষাট হাজার টাকা (২,০১,৬০,০০০)। এছাড়া উদ্ধার করা স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য সাড়ে আট লাখ ( ৮,৫০,০০০) টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, দুবাই ফেরত এ যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিল। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউন্জে ওই যাত্রীকে আটক করা হয়।’
প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে যাত্রীর বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হবে।
এইবাংলা/ হিমেল