22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    নাটোরে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ছয় জনের মৃত্যুদন্ড, চার জনের যাবজ্জীবন

    আরও পড়ুন

    ::: আল আমিন,নাটোর প্রতিনিধি::::

    নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ছয় জনের মৃত্যুদন্ড ও চার জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রহিম।

    আজ বুধবার বেলা সারে এগারোটার দিকে এই রায় ঘোষণা করা হয়।

    মামলায় সাব্বির হোসেন (১৮), রেজানুল ইসলাম ওরফে রাব্বী(১৯), মোঃ রিপন(১৯), মোঃ শহিদুল(২৮), মোঃ নাজমুল হক(১৯),মোঃ রাজিবুল হাসান রাজিবকে(১৮) মৃত্যু দন্ডাদেশ দেয়া হয়। সেইসঙ্গে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

    অপরদিকে মনিরুল ইসলাম(১৮), খাইরুল ইসলাম(২৫), আতাউল ইসলাম(২২), রেজাউল করিম(৩০) কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় এবং তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।উক্ত জরিমানার টাকা ভিকটিম পাবে বলে মামলার রায়ে উল্লেখ করা হয়।

    আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলায় একটি ছাত্রাবাসে ও পরে কলম মির্জাপুর গ্রামে নিয়ে গিয়ে আসামিরা মিলে গণধর্ষণ করে।

    এসময় ঐ ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দেখতে পেয়ে ছাত্রীসহ আসামীদের আটকে রেখে থানায় খবর দেয়।পরে পুলিশ এসে ভিকটিম সহ আসামীদের থানায় নিয়ে আসে।

    এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করে। এছাড়া নাসির হোসেন নামে অপর এক আসামির এই ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা না থাকায় তাকে খালাস দেয় আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন,নাটোর জজ কোর্টের এসপিপি মোঃ আনিসুর রহমান।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর