::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্রগ্রামের বাঁশখালীর সাধনপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ এপ্রিল) দুপর ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউপির নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।এসময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি স্ক্যাভেটর জব্দ করা হয়। স্ক্যাভেটর দুটি স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেনের জিম্মায় দেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে পৃথক অভিযানে পাহাড়ি গাছ পরিবহনের সময় গাছসহ একটি ডাম্পার জব্দ করা হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, গোপনে সংবাদ পেয়ে সাধনপুরে অভিযান পরিচালনা করে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্ক্যাভেটর ও পাহাড়ি গাছসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।