22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব, সম্পাদক ইমাম

    আরও পড়ুন

    গিয়াস উদ্দিন, চবি ::

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডিবিসি নিউজ ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রক্টর কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২ টার দিকে নির্বাচনের ফল প্রকাশ করেন সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম।

    এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপর দুই প্রার্থী হলেন সহ-সভাপতি পদে ঢাকাপোস্টের প্রতিনিধি রুমান হাফিজ ও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের প্রতিনিধি মোহাম্মদ আজহার।

    এছাড়া ৩টি পদের নির্বাচনে জয়ীরা হলেন-

    যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পেয়ে বাংলাট্রিবিউনের প্রতিনিধি নবাব আব্দুর রহিম ও মহানগর নিউজের প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে তাদের দায়িত্বের মেয়াদ লটারির মাধ্যমে অর্ধ বছর করে বন্টণ করা হয়েছে।

    অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান ও নির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তামিম আহমেদ শরীফ নির্বাচিত হয়েছেন।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রক্টর ড.রবিউল হাসান ভূঁইয়া, নির্বাচন কমিশনার ছিলেন সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম ও ড. শহীদুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

    নির্বাচন কমিশনার ড. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠন সাংবাদিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। ভোটারদের অংশগ্রহণমূলক ও উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি ছিলো না।

    এইবা/চবি.গি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর