27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    চকরিয়ায় জমি জমার বিরোধের জেরে এক যুবক গুলিবিদ্ধ

    আরও পড়ুন

    ::: চকরিয়া প্রতিনিধি :::

    চকরিয়ার উপজেলান ঢেমুশিয়া আম্মারডেরা এলাকায়
    দিনেদুপুরে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুলিতে আহত যুবকের নাম ইনকিয়াজুর রাহমান আবিদ (২৬)। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা যায়,  চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা জমিদার বাড়ির পৈত্রিক অংশের জায়গা-জমি ও রাইচ মিল দখলে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইনকিয়াজুর রাহমান আবিদ (২৬) নামের এই যুবককে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে স্থানীয় বাহাদুর মিয়ার ছেলে মো. হোছাইনুল ইসলাম নামের অস্ত্রধারী দিনদুপুরে গুলি চালিয়ে  হত্যার চেষ্টা করেছে।

    গুলিবিদ্ধ আবিদ (২৬) ঢেমুশিয়া ইউনিয়নের আম্মার ডেরা এলাকার মরহুম আতিকুর রহমান মামুন মিয়ার ছেলে। সম্পর্কে হামলাকারীর চাচাতো ভাই।
    গুরুতর আহত যুবক আবিদকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  কর্তব্যরত চিকিৎসক জানান, শারীরিক  অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।

    গুলিবিদ্ধ যুবক আবিদের মা রোখসানা আখতার (৪৪) অভিযোগ করেছেন, আমার ছেলেকে গুলি করার সময় ঘটনাস্থলে বাহাদুর মিয়া, তার স্ত্রী সেতারা বেগম ঝুনু, ভাই হোসনে আলম নিয়ামত, ভাইয়ের স্ত্রী শামীম কাউছার উপস্থিত ছিলেন। এই ঘটনার পেছনে চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাবেক সভাপতি লায়ন সেতারা গাফফারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আহত যুবক আবিদ ও তার মা রোখসানা আখতার।

    এলাকাবাসী জানিয়েছেন, ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা জমিদার বাড়ির মরহুম সোলতান মিয়ার ছেলে মরহুম আতিকুর রহমান মামুন মিয়ার পৈতৃক অংশের জায়গা জমি দখলে নিতে অপর ভাই বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা  চালাচ্ছিল।  এরই জের ধরে হামলার  ঘটনাটি ঘটেছে।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর