22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    সংবাদ প্রচারের জেরে সংবাদকর্মীর উপর হামলা

    আরও পড়ুন

    ::: চন্দনাইশ প্রতিনিধি :::

    চন্দনাইশে একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে  আয়ুব মিয়াজী (৩২) নামের এই সংবাদকর্মীর উপর তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মিয়াজী কম্পিউটার সেন্টারে সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে মারধর করে গুরুত্ব আহত করে। আহত আয়ুবকে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাতে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

    তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    আয়ুব মিয়াজী জানান,   পূর্ব দোহাজারী এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটা নিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকর (ভূমি) অবহিত করেন। পরবর্তীতে  অনলাইন পোর্টালে পাহাড় কাটার নিউজ প্রচার করেন। এই ঘটনার জেরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা করে৷

    এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন টেলিফোনে জানান, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে  দেখা হচ্ছে।’

    এদিকে,  চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম টেলিফোনে জানান, পূর্ব দোহাজারী এলাকায় পাহাড় কাটার বিষয়টি গত শুক্রবার তাকে অবহিত করেন সাংবাদিক আয়ুব মিয়াজী। সংবাদ পাওয়ার পর ওইদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে( ৪ এপ্রিল মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    পাহাড় কাটার বিষয়ে তিনি ডিসি অফিসে মামলা করার জন্য রির্পোট দিয়েছেন বলেও জানিয়েছেন।

    তিনি আরো জানান, পাহাড় কাটার ব্যাপারে সংবাদ অবহিত করার এই সাংবাদিকের ওপর হামলা হয়েছে কি না তিনি সেটা জানাতে না পারলেও বিষয়টি তদন্তের পর পরিষ্কার করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে।

    এদিকে, সাংবাদিক আয়ুব মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাব। জড়িত সন্ত্রাসী ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ চন্দনাইশে কর্মরত  সাংবাদিকরা।

    এই হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (৫ এপ্রিল) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে বলে চন্দনাইশ প্রেস ক্লাব থেকে নিশ্চিত করা হয়েছে।

    এইবাংলা/সিপি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর