::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে আট হাজার পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এসআই আজিমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত আসামি কক্সবাজারের উখিয়ার ছৈয়দ আহমদের পুত্র জসীম উদ্দীন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, ইয়াবাসহ জসীম উদ্দীন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এইবাংলা/তুহিন/পিসি