:: জোবাইর চৌধুরী , বাঁশখালী :::
বাঁশখালীর গন্ডামারায় বাস্তবায়ানাধীন ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৮৮ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রবিবার ( ৩ এপ্রিল) মধ্যরাতে কালীপুর ইউনিয়নের গুনাগরী প্রধান সড়ক থেকে গন্ডামারার নুরুল আলমের ছেলে তোফাইল হোসেন(৩০)কে গ্রেফতারের পর তার কাছ থেকে ইলেকট্রিক্যাল ১১০টি ফ্ল্যাক্সিবল চেইন উদ্ধার করা হয়। এসব সামগ্রী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের গোডাউনের তালা ভেংগে গ্রেফতার হওয়া তোফাইলসহ একটি চক্র চুরি করেছিল গত ৩১ মার্চ রাতে। উদ্ধার করা সামগ্রীর মূল্য ৮৮ লাখ টাকা বলে জানিয়েছে মামলার বাদি মো. আজাদ আলম।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ৮৮ লাখ টাকার চোরাই সামগ্রীসহ মামলার ১নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীগের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে চুরি করে এসব সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে চোরের দল চট্টগ্রাম মহানগরীতে নিয়ে যাচ্ছিল।
এইবাংলা/হিমেল