:::জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে গহীন অরণ্যে গাছ কর্তনের সময় সাত বনদস্যুকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে জঙ্গল পুঁইছড়ি এলাকায় বন বিভাগের লোকজন টহলের সময় গাছ কাটতে দেখে তাদের ধাওয়া করে আটক করেন।
আটক আসামিরা হলেন কক্সবাজারের পেকুয়ার জহির আলমের পুত্র মো. সুজন, আবদুল হকের পুত্র আবদুল লতিফ, মো. হোসনের পুত্র মনজুর আলম, জাকের হোসেনের পুত্র আজিম উদ্দীন, নুরুল হকের পুত্র পারভেজ, মৃত লেদু মিয়ার পুত্র মো. কাইসার ও মৃত বদি আলমের পুত্র মো. তৈয়ব।
এদিকে, মঙ্গলবার দুপুরে আটক আসামিদের বিরুদ্ধে পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের ও ধৃত আসামীদের সোপর্দ করেন।
জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বনের গাছ কর্তনের সময় সাতজন বনদস্যুকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এইবাংলা/হিমেল