27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    রাজস্থলীতে সীমান্ত সড়কের পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে

    আরও পড়ুন

    ::: দিলিপ দাশ,  রাজস্থলী প্রতিনিধি :::

    রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুরে আবারো সীমান্ত সড়কের পাথর বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৯৪৪৬) উল্টে খাদে পড়ে যায়।

    (৪ঠা এপ্রিল) বিকাল ৩ টার সময় লিচুবাগান হয়ে ধুমধুমিয়া সীমান্ত সড়কে যাওয়ার পথে ইসলামপুরের ঝংকা পাড়া ক্যাম্পের পার্শ্ববর্তী ভাঙ্গাপুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

    গাড়ি চালক আলি আজগর জানায়, ট্রাকটি অপেক্ষাকৃত দুর্বল থাকায় একটানে ঢালু
    থেকে পাহাড় উঠতে গিয়ে সামনের চাকা দুটি ভেঙে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

    স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক মিলন বলেন, ট্রাকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই করার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

    এর আগেও একই জায়গায় বেশ কয়েকটি পাথর বোঝাই ট্রাক দুর্ঘটনার শিকার হয়। এছাড়াও চালকদের সাবধানে গাড়ি না চালানোকে এইধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে অবিহিত করেন তিনি।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর