27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    বঙ্গবাজারের আগুন জ্বলছে, ব্যবসায়ীদের মনে ক্ষোভের আগুন

    আরও পড়ুন

    ::: হাসান মোরশেদ ::

    রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটে লাগা  ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনব ফায়ার সার্ভিস । বাতাসের কারণে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পৌনে দশটার দিকে  বঙ্গবাজার মার্কেট থেকে আগুন ছড়িয়ে পড়েছে পাশের এনেক্সকো ভবনেও । ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছেন।

    গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে সাড়ে নয়টার দিকে হামলা করে বিক্ষুব্ধ জনতা। গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে প্রথম থেকেই অবহেলা করেছে ফায়ার সার্ভিস। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

    এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব না হবার কারনে ফায়ার সার্ভিসের সাথে  যোগ দিয়েছে বিমান ও সেনাবাহিনীর সাহায্যকারীদল ও একটি হেলিকপ্টার।

    ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়েছেন তারা। এছাড়া ভোর থেকে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে।

    মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক  বলেন, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

    এরইমধ্যে ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের ভবনে। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুনে নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

    দোকানদারদের অভিযোগ, আগুন লাগার খবর পেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর