::: সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি :::
ফরিদপুরের সদরপুর উপজেলার পিঁয়াজখালী বাজারে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গত (০১ এপ্রিল) শনিবার বিকেলে বিশিষ্ঠ ব্যবসায়ী সুমন বেপারীর সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পিঁয়াজখালী এজেন্ট আউটলেটের আয়োজনে উক্ত আলোচনা ও ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান হাওলাদার।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাবুরচর হাইস্কুলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন খান, বিশিষ্ঠ ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারীসহ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান হাওলাদার বলেন দেশ ও জাতির উন্নয়নে ইসলামী ব্যাংক অঙ্গীকারাবদ্ধ। ইসলামী ব্যাংক ডিজিটালাইজড সেবাসমূহ সমাজের সকল স্তরের মানুষের দোড়গোঁড়ায় পৌছে দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোন মানুষ ইসলামী ব্যাংকের সেবার বাইরে থাকবে না। আলোচনা শেষে দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
এইবাংলা/হিমেল