::: জাকির হুসাইন ফরিদী, সদরপুর প্রতিনিধি :::
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, যার দ্বারা দেশের ও জনগণের উন্নয়ন হয় আগামী সংসদ নির্বাচনে তাকেই ভোট দেবেন। ফরিদপুর-৪ আসনের উন্নয়ন যদি আমি করে থাকি। তাহলে আমাকে ভোট দেবেন।
তিনি গত শনিবার বিকেলে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি আক্কাছ আলী বিশ্বাসের বাড়িতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফরসহ অন্যান্যরা। পরে ইফতার মাহফিলে মুসলিম উম্মার উত্তম সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশগ্রহণ করেন সাংসদ নিক্সন চৌধুরীসহ অন্যাণ্য ব্যাক্তিবর্গ।
এইবাংলা/তুহিন