::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে ওয়ান স্টার ব্রিকস নামে এক অবৈধ ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলার সাধনপুর ইউপির লটমনি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, পরিবেশের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন, ইট প্রস্তুতে পাহাড়ি গাছ ব্যবহার ও কৃষি জমির মাটি ব্যবহারের দায়ে ওয়ান স্টার ব্রিকস ইট ভাটার মালিক মো. নুরুল আলমকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ও ১৬ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, পরিবেশের ছাড়পত্র না থাকায় ও পাহাড়ি গাছ ব্যবহারের দায়ে সাধনপুরের ওয়ান স্টার ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এইবাংলা/হিমেল