::: আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি :::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্ৰামে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
(১ এপ্রিল) শনিবার সকাল ৭ টার সময় কৃষক ইউনুস সহ ৩ জন দোহাজারী চাগাচর শঙ্খ নদীর পাড়ে জমি থেকে বেগুন তুলতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় দুই জন বেঁচে গেলেও মোহাম্মদ ইউনুস লুটিয়ে পড়া থেকে না উটায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হতভাগা ইউনুছ ওই এলাকার মিয়া হোসেনের ছেলে বলে জানা যায় ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইবাংলা/তুহিন