27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

    আরও পড়ুন

    ::: রাহাত আহমেদ :::

    ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছিলো। এই মামলায় হাইকোর্ট বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

    রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।শুনানিতে আদালতে উপস্থিত হন প্রথম আলো সম্পাদক। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

    আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, প্রথম আলোর সম্পাদকের বয়স ৭৭ বছর ও শারীরিক অসুস্থতার যুক্তিতে জামিন চাওয়া হয়েছে।

    স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির বিষয়ে  একজন শ্রমিকের ক্ষোভ নিয়ে  একটি প্রতিবেদন প্রকাশের জেরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাভারে কর্মরত প্রতিবেদক শামসুজ্জামান শামসের নামে ২৯ মার্চ মধ্যরাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন আবদুল মালেক নামের আইনজীবী। এর আগে একই ঘটনায় তেজগাঁও থানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা প্রতিবেদক শামসকে। তিনি এখন কারাগারে আছেন।রমনা থানার সেই মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রতিবেদক ছাড়াও সহযোগী একজন ক্যামেরাম্যান ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইন সংস্করণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত বিষয়ে  একজন শ্রমিকের ক্ষোভের বার্তা নিয়ে প্রকাশিত  প্রতিবেদন নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর