আল আমিন,নাটোর প্রতিনিধি:-
অস্বচ্ছল সহপাঠীদের শীত নিবারনের জন্য পাশে দাঁড়িয়েছে স্বচ্ছল সহপাঠীরা। এমনই উদ্যোগে টাকা সংগ্রহ করে কম্বল কিনে তা বিতরণ করা হয়েছে অস্বচ্ছল সহপাঠীদের মাঝে। এছাড়া শীতে নিদারুন কষ্ট পাওয়া অন্য কিছুৃ অস্বচ্ছল মানুষের হাতেও তুলে দেয়া হয়েছে এমন কম্বল।
মঙ্গলবার সকালে নাটোর সদরের দিঘাপতিয়া পি. এন. উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এসব কম্বল বিতরণ করা হয়। আয়োজনটি করে বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশন নাটোর সদর উপজেলা শাখা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন, ধরাইল আই.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লাল বসাক, উপজেলা গার্লস গাইডের সম্পাদিকা মোছাঃ লুৎফুন্নেসা, জেলা কমিটির কোষাধ্যক্ষ তাপসী রানী ভট্টাচার্য্য, সদস্য হাফিজা খানম ও শামীমা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পরিমানে সহায়তাটা কম হলেও শিক্ষার্থীদের মাঝে এবং অসহায় অস্বচ্ছলদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাতে এই আয়োজন। এই অনুপ্রেরণা বা উদ্যোগ আর্ত মানবতার সেবায় উদ্দীপক হিসাবে কাজ করবে।