::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি :::
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাইক চালকসহ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাছি মিয়ার বেকারি বাড়ীর মোহাম্মদ হাশেমের পুত্র বাইক চালক মোহাম্মদ আনছার (২৪) ও হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঁচামিয়া টেন্ডলের বাড়ির মৃত মোহাম্মদ সিদ্দিক আহমেদের পুত্র মোহাম্মদ ফিরোজ (৪০)।
এ ঘটনায় রিয়াদ (১৬) নামে এক বাইক আরোহী আহত হয়েছে। আহত রিয়াদ ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাঁছি মিয়া বেকারি বাড়ির মোঃ দেলোয়ার হোসেনের পুত্র।
জানা যায়, আনছার ও তার বন্ধু রিয়াদ অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে নাজিরহাট হতে হাটহাজারী আসছিল, চারিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাইকের সামনে দিয়ে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয় ফিরোজ। এসময় বাইকটি ফিরোজকে সজোরে ধাক্কা দিলে আনছার ও রিয়াদ বাইক থেকে ছিটকে পড়ে যায় এবং ফিরোজ সড়কে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ফিরোজ ও আনছারের অবস্থা বেগতিক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। সড়কের পাশে ট্রাকের অবৈধ পার্কিং এর কারণে দুর্ঘটনা ঘটছে বলেও জানাগেছে।
এবিষয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, রাস্তা পারাপারকারি ফিরোজ ও বাইক চালক আনছার মাথায় বেশি আঘাত পেয়ে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালের এ্যাম্বুলেন্স করে তাদের চমেক প্রেরণ করেছি। জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি আনিস আহমেদ বলেন, চারিয়া সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল গিয়ে তদন্ত করছে। এবং মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা ট্রাক গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইবাংলা/শিমুল