:: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ১২ হাজার ৫’শ পিচ ইয়াবাসহ চার জনকে আটক করেছে। এদিকে শুক্রবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শীলকূপ ইউপির মোয়াজ্জেন পাড়ায় অভিযান পরিচালনা করে গফুর নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক আবদুল গফুর শীলকূপ ইউপির মোয়াজ্জেন পাড়া এলাকার শের আলীর পুত্র। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় ১২ হাজার ৫’শত পিচ ইয়াবাসহ আরও তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানার সন্মুখে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।
এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৫’শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিরা হলেন কক্সবাজারের টেকনাফের মো. ইউনুছের পুত্র নুর জোহার, রশিদ আহমদের পুত্র মো. কায়সার ও বাঁশখালীর শীলকূপের আবুল হোসেনের পুত্র ওমর ফারুক। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্রধারী একজন এবং ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে শনিবার । অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এইবাংলা/তুহিন