22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    টেরি বাজারের ব্রান্ড শপে দামের ফাঁদ ,লাখ টাকা জরিমানা

    আরও পড়ুন

    ::: নেওয়াজ তুহিন :::

    চট্টগ্রামের টেরিবাজার,  ঈদ ছাড়াও সারা বছরের বেচাকেনার ব্যস্ততম এলাকা। কিন্তু ঈদ – পূজা এলেই নতুন করে দামের ফাঁদ তৈরি করে এখানকার নামীদামী ব্রান্ড শপগুলো। ডিসকাউন্টসহ নানা কৌশলে ক্রেতাদের পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে সামনে রেখে টেরি বাজারের মনে রেখো,কেসিদে রোডের ডেকচি বাড়ি,বেক এন্ড ফাস্টসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে এমন অভিযোগের প্রমাণ পেয়েছে  ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

    শনিবার (১ এ‌প্রিল)  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের  চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে  টেরি বাজার ও কেসিদে রোড এলাকার পোশা‌কের ব্রান্ড শপ ও ইফতা‌রি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা,ক্রয় রশিদ,বিক্রয় রশিদ না রাখা, বি‌দেশী প‌ণ্যে আমদা‌নি কার‌কের স্টিকার না থাকা, নি‌জে‌দের ম‌তো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি, বা‌সি খাবার বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ ইত্যাদি নানাবিধ অনিয়মের অভিযোগে ও ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ টি প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ২২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

    সকাল সা‌ড়ে ১০টা থে‌কে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকার‌ী প‌রিচালক  নাসরিন আক্তার,  মো: আনিসুল রহমান ও  রানা দেবনাথের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে সিএমপি পু‌লি‌শের এক‌টি চৌকস টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদফতর।

    এইবাংলা/ সিপি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর