::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি ::
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের পাঁচদিন পর নূর মোহাম্মদ নামে ষাটোর্ধ এক দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। গত শুক্রবার (৩১ মার্চ) বিকালে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়া এলাকার ওয়াপদা কলোনীর মসজিদ সংলগ্ন হালদা নদীর শাখা কাটাখালী খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নূর মোহাম্মদ পার্শ্ববর্তী উপজেলার রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মার্চের গত ২৬ তারিখ বিকালে বাজার করার জন্য উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় নূর মোহাম্মদ। উদ্ধারের সময় লাশের মাথা এবং পায়ের হাঁটুর সাথে গামছা দিয়ে বাঁধা ছিল।
এবিষয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, প্রবাসীর লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পুত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিতার মরদেহটি সনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইবাংলা/হিমেল