28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    কমিউনিটি ক্লিনিকে তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক

    আরও পড়ুন

    ::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃনমুল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে। শিক্ষায় নারীরা এগিয়ে গেছে। বর্তমান সরকারের সময় মসজিদ মাদ্রাসার বেশি উন্নয়ন হয়েছে। আমরা ১৪ বছরে যে উন্নয়ন করেছি, ৫০ বছরে এতো উন্নয়ন করতে পারেনি।

    পলক আরো বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে সারাবিশ্বে সংকট চলছে। তেলের সরবরাহ কমে গেছে। এজন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তৎপর। মহান আল্লাহর রহমতে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো। এজন্য আমাদের, আপনাদের ধৈর্য ধারন করতে হবে। ১৪ বছরের সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌছে দিতে হবে পাশাপাশি করোনা এবং ইউক্রেন যুদ্ধে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে জনগনকে বোঝাতে হবে। বঙ্গবন্ধু ৫ টি মৌলিক অধিকার বাস্তবায়ন করেছেন। আমাদের আরো ১ টি যুক্ত করেছি। তা হচ্ছে কর্মসংস্থান।

    দেশ সেবায় যুবলীগ কাজ করবে। যুবলীগ মানবিক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা করি। প্রতিমন্ত্রী আজ সকাল ১১ টায় তাজপুর স্কুল মাঠে বৃষ্টি বিঘ্নিত তাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমুখ।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর