::: মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি :::
আজকে রাঙ্গুনিয়া বদলে গেছে। এ বদলে যাওয়ার কথা চায়ের দোকানে, পুকুর ঘাটে, মাঠে সবাইকে বলতে হবে। আজকে রাঙ্গুনিয়ার কোথাও রাস্তা ভাঙ্গা নেই। রাস্তায় আরসিসি ঢালাই দুপাশে ব্লক বসানোসহ ইতোমধ্যে অনেকগুলো উন্নয়মূলক কাজ করা হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্যেদিয়ে।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের এম শাহ্ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের আয়োজনে ( রাঙ্গুনিয়া উত্তর) তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, এ উন্নতির ভাগীদার ইউনিট কমিটির নেতারাও। যে হারে মানুষ পাকা ঘরবাড়ি তৈরি করছে, তাতে বুঝা যায় মানুষের আয় অনেক হারে বৃদ্ধি পেয়েছে। সারাদেশের উন্নয়নের সাথে রাঙ্গুনিয়াও অনেক এগিয়ে গেছে। সাধারণ মানুষের কাছে এ উন্নয়নের গল্প বললে তারা নৌকায় ভোট দেবে।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার,উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.আলী শাহ,সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম.আবদুল মান্নান।
রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ এবং উপ-প্রচার সম্পাদক মাহামুদুর হাসান বাদশার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আরজু সিকদার, সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আবদুল রউফ,সাধারণ সম্পাদক আহসান হাবিব,পদুয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদি, শিলক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান মাস্টার বিএসসি, সাধারণ সম্পাদক আনোয়ার তালুকতার, কোদালা ইউনিয়ন আ’লীগের সভাপতি বদিউল আরম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাকসহ রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ‘রাঙ্গুনিয়ার এমন একটি স্কুল, কলেজ বা মাদ্রাসা নেই যেটাতে নতুন বিল্ডিং হয়নি। এমন কোনো মসজিদ, মন্দির, প্যাগোডা নেই যেটি কয়েক দফা উন্নয়ন বরাদ্দ পায়নি। সারাদেশে যে উন্নয়ন হয়েছে সবগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে। করোনাকালে বর্তমান সরকার বিনা পয়সায় টিকা দিয়েছে, মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে। আমার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পৌনে দুই কোটি টাকার ত্রাণ দিয়েছি রাঙ্গুনিয়ায়।’
এইবাংলা/ইউসিপি/তুহিন