::: শিমুল হোসেন, স্টাফ রির্পোটার:::
লক্ষ্মীপুরের রায়পুরে ভূঁইয়া ফাউন্ডেশন “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণে আমরা” এই স্লোগানকে সামনে নিয়ে ২০২১ সালে যাত্রা হয় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী, সংগঠন ভূঁইয়া ফাউন্ডেশনের।
সূচনালগ্ন থেকে এই সংগঠনে সাথে মানবিক কাজ করে যাচ্ছে ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক (নবীন) ভূঁইয়া। যেখানে নিপিড়ীত গরীব, দুস্থদের আহাজারি সেখানেই ভূঁইয়া ফাউন্ডেশনের সহযোগিতার হাত। এরই আলোকে প্রতিবারের ন্যায় এবারও রায়পুর পৌর ৬নং ওয়ার্ডে ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উক্ত সংগঠন এর সদস্যরা। প্রতি প্যাকেজে ছিলো চাল, সেমাই, পেয়াজ, আলু, চিনি, রোশন, ডাল।
বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রদান অতিথি : এড.নূর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি : জনাব রফিকুল হায়দার বাবুল পাঠান, জনাব গিয়াস উদ্দিন রুবেল ভাট, জনাব আবু সাইদ জুটন, সভাপতিত্ব নবীন ভূঁইয়া, সঞ্চালনায় সুভাষ রায়
জানা যায়, ভূঁইয়া ফাউন্ডেশন নিজ অর্থায়নে পরিচালিত হয় সংগঠনের মানবিক কার্যক্রম। উদ্দেশ্য একটাই অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা। সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক (নবীন) ভূঁইয়া নেতৃত্বে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।