28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    বাঙ্গালহালিয়াতে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্ম মহোৎসব

    আরও পড়ুন

    ::: দিলিপ দাস,  রাজস্থলীপ্রতিনিধি :::

    রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্ম মহোৎসব দুই দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

    (৩০শে মার্চ) বৃহস্পতিবার বিকাল ২টায় ধর্মীয় আলোচনা ও বেতার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,পবিত্র শ্রীমদ্ভাাগবদ গীতা পাঠ,ধর্ম সম্মেলন পাঠের মাধ্যমে জন্ম শুভ অধিবাস শুরু করা হয়।

    ৩১শে মার্চ শুক্রবার বন্দে পুরুষোত্তম ধ্বনি, শঙ্করধ্বনি,উলুরধ্বনি,তুলসীপত্র, বিল্বপত্র,পুষ্পে ও প্রদীপ প্রজ্জ্বলন শ্রীমদ্ভাাগবদ গীতা পাঠের মাধ্যমে জন্ম মহোৎসবের সূচনা করা হয়। এরপর সকাল আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও মাতৃ বন্দনার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ পতাকা উত্তোলন এবং মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দির হয়ে বাজারে উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। দুপুর শ্রী শ্রী ঠাকুরের পূজা, দীক্ষা অনুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবন ভিত্তিক লীলা কীর্তন। পরিবেশনায় মৃনাল কান্তি বৃষ্টা কীর্তনীয়া দল দুহাজারী সাতকানিয়া এবং দুপুর একটায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা ছয়টায় সন্ধ্যাকালীন সমবেত বিনীত প্রার্থনা জয় রাধের মাধ্যমে দুইদিন ব্যাপী মহোৎসব পূর্ণহুতি হয়। মহতী ধর্মসভায় প্রধান অতিথি সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। অরূপ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ধর্মীয় আলোচক সভায় উপস্থিত ছিলেন নিরঞ্জন দাস, বিশেষ বিজুষ শিকদার, বিদ্যুৎ নাথ, এডভোকেট অষ্টম ধর, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বিমল কান্তি দেব, অমর নাথ চৌধুরী টিকলু, বিশ্ব নাথ চৌধুরী,পুলক চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাশ, বাপ্পী দেব, সুজিত কর টিপু, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, উৎসব পরিচালনা কমিটির সভাপতি সমর কান্তি দে, সাধারণ সম্পাদক বাপ্পা দাশ, কোষাধ্যক্ষ প্রদীপ কান্তি ঘোষ, দীপক দাশ,ডাক্তার বিদ্যুৎ দাশগুপ্ত,স্বপন ধর, মনোরঞ্জন কান্তি দে, নিপতি দে, সুমন কান্তি দে, নয়ন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুকান্ত দাস।

    এইবা/এনসিপি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর