20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আজীবন সদস্য হলেন ব্যারিস্টার মনোয়ার

    আরও পড়ুন

    :::নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনকে আজীবন সদস্য পদ দেয়া হয়েছে  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে  (সিইউজে)।

    বৃহস্পতিবার (৩০ মার্চ)   উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে এই উপলক্ষে এক  সম্বর্ধনার আয়োজন করা হয়। সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও সহ সভাপতি মঞ্জুরুল কাদের মঞ্জু, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খাঁন, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম সহ অন্যান্যরা।

    সভায় বক্তারা বলেন, “চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পুরোধা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনে আমরা দেখেছি একজন মানবিক মানুষ হিসেবে। তিনি অত্যম্ত সাংবাদিক বান্ধব। চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণে তাঁর ভূমিকা ভুলবার নয়। ৮০ ও ৯০ এর দশকে সাংবাদিকদের অনেক পেশাজীবী আন্দোলনে তিনি পাশে ছিলেন ছাত্র নেতা ও তরুণ রাজনীতিক হিসেবে।

    সভায় ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “উচ্চ শিক্ষিত তরুণ সমাজ দেশের রাজনীতি নিয়ে মোটেই উৎসাহী নয়। এদের বিশাল একটি অংশ বিদেশে স্থায়ী হওয়ার জন্য চলে গেছে বা যাচ্ছেন।আমরা এদেরকে দেশের প্রতি মোটিভেইট করতে হবে । আমাদের দেশের প্রতিভাগুলি যেন দেশে ফিরে আসেন সেই জন্য উৎসাহিত করতে হবে এবং বিদেশ থেকে আমাদের প্রতিভা গুলো যেন ফিরে এসে অর্থনৈতিক -সামাজিক -রাজনৈতিক কাজে অংশ নেয়ার পরিবেশ করে দিতে হবে । আর তাঁদের যথাযথ মূল্যায়ন হবে এটা নিশ্চিত করা না গেলে আমরা এই বিশাল তরুণ সমাজকে হারাবো এবং এতে আমাদের দেশের খুব ক্ষতি হবে । এছাড়া সৎ, ত্যাগী, উচ্চ শিক্ষিত ও যোগ্যদের প্রতি সমাজ ও রাজনীতিতে সুপ্রতিষ্ঠিতরা ঈর্ষান্বিত না হয়ে বরং তাদেরকে এগিয়ে আসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এভাবে নতুন প্রজন্মকে রাজনীতির প্রতি আকর্ষিত করা সম্ভব হবে‘‘।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর