28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    বাঁশখালীতে দেশীয় তৈরী ৪টি এলজিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

    আরও পড়ুন

    ::: জোবাইর চৌধুরী ::: 

    চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি- টৈটং সীমান্ত ব্রিজ এলাকা থেকে চারটি দেশীয় তৈরি এলজিসহ মো. শাহাদুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঁশখালীর আব্দুর রহমান ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এদিকে, অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর রাতেই বাঁশখালী থানায় এই সংক্রান্ত মামলা ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে র‍্যাব। গ্রেফতার শাহাদুল করিম কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর বামলোপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নবীর হোসেনের ছেলে।

    এই ঘটনায় র‌্যাবের ডিএডি নায়েব সুবেদার মো. কফিল উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় উদ্ধারকালীন অটোরিক্সায় থাকা পলাতক যাত্রী বদি আলম (৪০) ও সালাউদ্দিনকে (৩৮) আসামি করা হয়।

    জানা যায়, পেকুয়া থেকে বাঁশখালী অভিমুখী একটি অটোরিক্সা যাত্রী নিয়ে বাঁশখালী- টৈটং সীমান্ত ব্রিজের আব্দুর রহমান ফকির বাড়ি জামে মসজিদ অতিক্রম করার সময় সংকেত দেওয়া হয়। এ সময় অটোরিক্সা চালক না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের দৌডায়ে মো. শাহাদুল করিম নামের একব্যক্তিকে চারটি এলজিসহ গ্রেফতার করা হয়। তবে তার সাথে থাকা অন্য দুইজন ব্যবসায়ী পালিয়ে যায়।

    মামলার বাদী র‌্যাবের ইনচার্জ উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. কফিল উদ্দিন জানান, একব্যক্তিকে ৪টি দেশীয় তৈরী অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনকারী অটোরিক্সাটিও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে।আটক অস্ত্রধারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার।

    এইবাংলা/রবিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর