::: নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের জিইসি এলাকার কাচ্চি সম্রাট রেস্টুরেন্টে বরিশাল বিভাগীয় ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও এতিম -সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ মো: শফিউল ইসলাম। বরিশাল বিভাগীয় ফাউন্ডেশনের আহবায়ক হাজী শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: কামরুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক আসলাম সিকদার, সমাজ সেবক মিন্টু তালুকদার, রফিকুল ইসলাম, সাংবাদিক কাজী হুমায়ুন কবির, সাংবাদিক আরিফ, মহিউদ্দিন মিয়া, হুমায়ুন কবির, জিনাত আরা, ব্যবসায়ী রশিদ সাহেব, মাওলানা আবু সাঈদ, মডেল, অভিনেত্রী সাবরিনা সাবা,ব্যাবসায়ী মিরাজ হোসেন, নারী উদ্যোক্তা পুর্নিমা সামিউলসহ আরো অনেকই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বরিশাল বিভাগীয় ফাউন্ডেশন, চট্টগ্রাম এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে বরিশাল বিভাগীয় ফাউন্ডেশন, চট্টগ্রাম এর সকল মানবিক কার্যক্রমের সাথে আছি।
সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগীয় ফাউন্ডেশন চট্টগ্রামের সব সময় গরীব, দুঃখী মানুষের সাথে থাকবে সেই সাথে চট্টগ্রামস্থ বরিশালের অসহায় দের পাশে থাকবে। একতাবদ্ধ হয়ে মানবিক কাজের পাশাপাশি সামাজিক কাজ করবেন এই ফাউন্ডেশন। বরিশাল বিভাগীয় ফাউন্ডেশন সব সময় এই ধরনের মানবিক কার্যক্রম চালু রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এইবাংলা/হিমেল