28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    আরও পড়ুন

    ::: গাজীপুর প্রতিনিধি :::

    গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী (২৮) নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

    বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর মাওনা সংযোগ সড়কের টেংরা রাস্তার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে বিকট শব্দ পেয়ে লোকজন ছুটে এসে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীর থেকে রক্ত ঝরছিলো। এরপর লোকজন কাছে এসে দেখেন তিনি মারা গেছেন। স্থানীয়রা ধাক্কা দেওয়া দ্রুত গতির ট্রাকটিকে আটক করেরছ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

    শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমুল করিম বলেন, মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে, এখন পর্যন্ত কেউ তাকে চিনতে পারছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে রেখেছে। সেটি জব্দ করে থানায় নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর