22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনে উদ্বেগ জানিয়ে এমএফসির বিবৃতি

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনসহ সমসাময়িক পরিস্থিতি নিয়ে দিয়েছে  মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি বিষয় উল্লেখক করে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

    বৃহস্পতিবার ৩০ মার্চ সংগঠনের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।

    বিবৃতিতে বলা হয়, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিম্নস্বাক্ষরকারী সদস্যদেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বিগ্ন।

    এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর সহিংসতা, আল জাজিরার লন্ডন-ভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।’

    স্বাক্ষরকৃত দেশসমূহ- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর