19 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    সরকার সাংবাদিকদের বিরুদ্ধে নয়- আইনমন্ত্রী

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক ::::

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে নয়৷ অন্যায়ের বিরুদ্ধে। সরকার সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে চায় না৷ আইনটি মূলত সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই করতে করা হয়েছে, সেখানেই আমরা থাকতে চাই।

    বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

    ডিজিটাল নিরাপত্তা আইনে আগের মতো সাংবাদিক হেনস্তা হচ্ছে না বলে দাবি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের বাইরে কোনো আইন করা বা প্রকাশ করা সম্ভব নয়। এই আইন সংবাদমাধ্যমের মুখ চেপে ধরার জন্য নয়। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্যও করা হয়নি।

    এদিকে প্রথম আলোর সম্পাদক ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।বুধবার (২৯ মার্চ) দিবাগত মধ্য রাতে মনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজহারের নথি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে আরেকটি মামলাটি করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক যুবলীগ নেতা।

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান,  সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে  বেশ কটি  মামলা হয়েছে। আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী, সমস্ত কিছু চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, কয়েকটা মামলা রুজু হয়েছে। তবে নির্ভিক ও সৎ সাংবাদিকদের ভয়ের কিছু নেই ’।

    আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হওয়া সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ‘শামসুজ্জামান শামসকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

    এইবাংলা /হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর