অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । নির্মাণ ব্যয় বেড়ে যাবার কারণে স্টল ও বিকিকিনি নিয়ে চিন্তিত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ।
বই মেলা উপলক্ষ্যে গত ২২ জানুয়ারি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে অংশগ্রহণে ইছ্ছুক প্রতিষ্ঠানগুলোকে। ২৯ জানুয়ারি রাত ১২টার মধ্যে স্টল-প্যাভিলিয়ন নির্মাণ কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিল বাংলা একাডেমি। বিশেষ বিবেচনায় ৩০ তারিখ দুপুর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে বলে জানিয়েছিলেন মেলা পরিচালনা কমিটি সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।
তবে সোমবার (৩০ জানুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দু-একটি প্রতিষ্ঠান ছাড়া প্রায় সকল প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। তবে ৭০ শতাংশ প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়নের নির্মাণের প্রায় ৮০ ভাগ কাজ শেষ। প্রকাশক, নির্মাণ শ্রমিক, মেলার স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রত্যাশা মঙ্গলবার রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারা মনে করেন এবারের মেলা আগের চাইতে গোছালো হবে, প্রথম সপ্তাহের এলোমেলো দৃশ্য এবার কম দেখতে হবে।