::: নাদিরা শিমু :::
চট্টগ্রাম পাহাড়তলী সরাইপাড়া হাজী আব্দুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আবেদা সুলতানা আয়নীকে নির্মমভাবে হত্যা ও ধর্ষণকারী মোঃ রুবেল’র ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবরা। বুধবার
চট্টগ্রামের সাগরিকা চৌরাস্তার মোড়ে হাজি আবদুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন করে।
এসময় নির্মম হত্যার শিকার হওয়া আবেদা সুলতানা আয়নীর খুনীর বিচার দাবি করেন সহপাঠী ও অভিভাবকরা। তারা বলেন, রাষ্ট্র আবিদা সুলতানার নিরাপত্তা দিতে পারে নি। পুলিশ তৎপর হলে তার প্রাণ যেতো না।
বুধবার ভোরে নিখোঁজের ৮দিন পর শিশু আবিদা সুলতানা আয়নীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সবজি ব্যবসায়ী রুবেলকে। বুধবার ভোর ৪টায় নগরীর পাহাড়তলী ওয়ার্লেস মুরগীর ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় আয়নীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।পিবিআই জানায়, ধর্ষণের পর তার মরদেহ বস্তায় ভরে ফেলে দেয় সবজি ব্যবসায়ী রুবেল। ঘটনার পর থেকে সন্দেহভাজন রুবেলকে নিয়ে কাজ শুরু করলেও পরিবারের সঙ্গে মিশে থাকার কারণে তাকে শনাক্ত করতে বেগ পেতে হয় পিবিআইকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ২১শে মার্চ স্কুলের যাওয়ার পথে বিড়াল ছানা দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় সবজি বিক্রেতা মোহাম্মদ রুবেল আয়নীকে নিয়ে যায়। তারপর থেকে আয়নী নিখোঁজ হন।
এইবাংলা/হিমেল