::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা বহনের গোপন সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজ এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদের আটক করেন।
আটককৃত আসামিরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার, আবুল হোসেনের পুত্র আবদুল হামিদ ও মাদারীপুরের বাজিতপুর এলাকার সিরাজ মোল্লার পুত্র সমরাজ মোল্লা। তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরে ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছিল।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, দশ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।