25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    অভিনেত্রী আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক

    আরও পড়ুন

    বিনোদন ডেস্ক ::

    মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, এখনও তার অবস্থা আশঙ্কাজনক, তেমন কোনও উন্নতি হয়নি।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আঁখির অবস্থা রবিবার ও সোমবার একইরকম রয়েছে। তেমন পরিবর্তন হয়নি। হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে মঙ্গলবার অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তার সব ধরনের চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কাজনক।

    তিনি বলেন, মাঝে তার অবস্থা কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তে প্লাজমা কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে।

    আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার ডাক্তার অনেকগুলো পরীক্ষা করিয়েছেন। তবে তেমন গুরুতর নয় বলে জানিয়েছিলেন। আজকে পরিস্থিতি খারাপের দিকে গেছে কিছুটা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।

    প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শারমিন আখি। প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের এইচডিইউতে ভর্তি করা হয়। তার শরীরের শ্বাসনালীসহ ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

    ধারণা করা হচ্ছে, শুটিং স্পটের বাথরুমে কোনওভাবে গ্যাস হয়েছিল। আর বৈদুতিক স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

    ডিএমপি’র পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ঘটনার দিনই ফোর্সসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে মনে হয়েছে, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। সেখানে শারমিনের স্বামীসহ অনেকেই ছিলেন। অভিনেত্রীর চুলের সজ্জা চলছিল। বাথরুমে জ্বলন্ত কোনও কিছুর ফলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ের’ মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে আলোচনায় আসেন তিনি শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর