25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    বৈদ্যুতিক পণ্য ঘোষণা দিয়ে গুঁড়ো দুধ,৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

    আরও পড়ুন

    ::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

    বৈদ্যুতিক মোটর ঘোষণা দিয়ে আনা হয়েছে উচ্চ শুল্কের গুঁড়ো দুধের। শেষ পর্যন্ত কাস্টমসের জাল এমন জালিয়াতি ধরা পড়েছে।চট্টগ্রামে কম শুল্কের বৈদ্যুতিক পণ্য ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সাড়ে ১৩ হাজার কেজি গুঁড়ো দুধ আমদানির মাধ্যমে ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করে ঢাকার পদ্মা সেফটি প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান।

    মঙ্গলবার দুপুরে কাস্টমসের নীরিক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) টিমের হাতে এক কন্টেইনার গুঁড়ো দুধ আটক করা হয় ।

    এসময় ২০ টন ইলেকট্রিক মোটরের বদলে ১৩ হাজার ৫৩০ কেজি নিডো ব্রান্ডের গুঁড়ো দুধ পাওয়া যায়। রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাসের সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস।

    জানা যায়,  গত ১৩ মার্চ শিপিং এজেন্ট  বিএস কার্গো এজেন্সি লিমিটেডের মাধ্যমে দুবাই থেকে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে এই কনটেইনার । পনের দিন অতিবাহিত হলেও আমদানিকারক এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করেননি। মূলত কাস্টমস কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে পণ্য খালাসের অপেক্ষায় ছিল আমদানিকারক। কিন্তু পণ্য চালানের ধরনের সঙ্গে অসামঞ্জস্য হওয়ায় চালানটির বিল অব লোডিং ব্লক করে নজরদারিতে রাখে কাস্টমসের এআইআর শাখা।

    চট্টগ্রাম কাস্টমসের এআইআর বিভাগের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ‘আমদানিকারকের ঘোষণা দেয়া পণ্য ছিল মূলত বৈদ্যুতিক মোটর। যার শুল্ক হার মাত্র ২৬ দশমিক ২০ শতাংশ। কিন্তু ধরা পড়া গুঁড়ো দুধের শুল্ক হার ৮৯ দশমিক ৩২ শতাংশ।এভাবে মিথ্যা ঘোষণা দিয়ে প্রায় ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে এই চক্র। ‘

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর