::আল আমিন,নাটোর প্রতিনিধি:;
নাটোরের সিংড়ায় ধান ভাঙ্গাতে গিয়ে আব্দুল কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ বিকাল পাঁচটার দিকে সুকাশ ইউনিয়ন দুর্গাপুর বাজারে আতাব্বের রাইচ মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস সারুপাড়া গ্রামের জবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে কুদ্দুস ওই রাইট মিলে ধান ভাঙ্গাচ্ছিলেন। সেই সময় অসাবধানতা বশত তার পরনের লুঙ্গি মিলের ফিতায় পেঁচিয়ে যায়। এতে করে মেশিনের সাথে লেগে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং ডান পা ভেঙে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এইবাংলা /হিমেল