চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত শায়া কাউন্টির জিনজিয়াং উইঘুর অঞ্চলে ৬ দশমিক ১-মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।সোমবার বেইজিং সময় সকাল ৭টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) একথা জানায়।
সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তদন্তকারীরা ভূমিকম্পের উপকেন্দ্রের বিষয়ে জানার চেষ্টা করছেন। তবে ভূমিকম্পের কারণে স্থানীয় পাওয়ার গ্রিড, তেল ও গ্যাস উৎপাদন বা পেট্রোকেমিক্যাল শিল্পে কোনো বাধার খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি তাদের ভিডিওতে ভূমিকম্পের চিত্র দেখিয়েছে। এতে দেখা গেছে, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে।
এদিকে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার প্রাথমিকভাবে ভূমিকম্পটির ৬ দশমিক ১ শনাক্ত করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর মাত্রা ৫ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।
পাহাড় ও মরুভূমির অঞ্চল জিনজিয়াং। এটি চীনের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। বেশিরভাগ ভূমিকম্পই প্রধান শহরগুলোর বাইরে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।