::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে সডকে বিশেষ তল্লাশী চৌকি বসিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৭ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউপির দক্ষিন পুঁইছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ হাতে নাতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদকপাচারকারী মো. রাসেল কক্সবাজার জেলার টেকনাফ থানার গোদার বিল এলাকার খুইল্যা মিয়ার পুত্র।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করে। ওই আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। মঙলবার আটকৃতে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে বলে জানান তিনি।
এইবাংলা/হিমেল