25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    চবি উপাচার্যের কক্ষে ভাঙচুর

    আরও পড়ুন

    চবি প্রতিনিধি ::

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্যের কক্ষে ভাঙচুর চালিয়েছেন শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। হামলাকারীরা শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘একাকার’র কর্মী।

    এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনও অবরোধ করেন তারা।

    সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ‘একাকার’ গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, আজকে সিন্ডিকেটে জামায়াত-শিবির ও কোটা আন্দোলনে সংশ্লিষ্টদের নিয়োগ দেওয়া হয়েছে। এদের অনেকে সরকারবিরোধী কাজে সরাসরি জড়িত।

    ‘কিন্তু তাদের চেয়ে বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাইয়ান আহমেদকে নিয়োগ দেওয়া হয়নি। এগুলো নিয়ে কথা বলতে গেলে উপাচার্য কক্ষের সামনে বাগবিতণ্ডা হয় এবং আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে ভাঙচুর করে।’

    তবে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ক্যাম্পাসে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। কেউ ছাত্রলীগের নাম ভাঙিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ, এদের ব্যক্তিগত সমস্যার জন্য হাজার হাজার শিক্ষার্থী ভোগান্তিতে পড়তে পারে না।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, কিছু সমস্যা হয়েছে শুনেছি। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর