28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    চালুর ৫ দিন পর ফের বন্ধ হলো সিইউএফএলের উৎপাদন

    আরও পড়ুন

    :: আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ::: 

    রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর উৎপাদন দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চালু হওয়ার পাঁচ দিনের মাথায় ফের বন্ধ হয়ে যায় ।

    সিইউএফএল সূত্রে জানা যায়, সোমবার (২৭ মার্চ) সকাল ১১.৪৫ মিনিটের দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছে সিইউএফএল কর্তৃপক্ষ কারখানার মহাব্যবস্থাপক (এডমিন) মইনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

    জানা গেছে, সর্বশেষ কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। দীর্ঘ চার মাস যান্ত্রিক ত্রুটি খাটিয়ে উৎপাদন শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় সোমবার সকালের দিকে পুরোপুরি সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে।

    এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, কারখানার এ্যামুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পর কারখানা উৎপাদন শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা আজকে বন্ধ হয়ে যায়। তবে কখন কারখানা চালু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর