::: জোবাইর চৌধুরী, বাঁশখালী ::
চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবারে ভোরে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা বারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর জন্ম হয়েছে বলে আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি, জাতীয় পতাকা পেয়েছি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেলেও দেশের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। তার আগেই ঘাতকের বুলেটের আঘাতে তিনি নিহত হন। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আনতে হবে।
অন্যদিকে, বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এইবাংলা/হিমেল