::: মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ প্রতিনিধি :::
কিশোরগঞ্জে শিমুহা,বটখিলা ফেসবুক গ্রুপের উদ্দ্যেগে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।২৫ই মার্চ (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলার সীমানাবর্তী সৌহার্দপূর্ণ দুই গ্রামের (শিমুহা ও বটখিলা) মোট ৩০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেজ খাদ্যসামগ্রীতে রয়েছে ২৫ কেজি চাল,২কেজি ৫০০গ্রাম পেঁয়াজ, ৪কেজি আলু,১কেজি তেল, ১কেজি ডাল,১ কেজি মুড়ি,৫০০গ্রাম খেজুর।
রমজান মাসে এই মহৎ কাজে শিমুহা বটখিলা ফেসবুক গ্রুপের সদস্যদের বিশেষ সহযোগিতায় এলাকার গরিব,বিধবা ও অসহায় হত দরিদ্র পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
শিমুহা বটখিলা ফেসবুক গ্রুপের সদস্যরা সরকারি,বেসরকারি চাকরিজীবি,সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত রয়েছেন। শিমুহা,বটখিলা ফেসবুক গ্রুপের সদস্যরা ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় শিশুদের নিয়ে কাজ করতে চায়। শিমুহা,বটখিলা ফেসবুক গ্রুপের সদস্যরা সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এইবাংলা/হিমেল