28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আকরাম

    আরও পড়ুন

    ::: বিশেষ প্রতিনিধি :::

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা: সিদ্দিকুর রহমান ।  শনিবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কালরাতের ‘গণহত্যা দিবসে’ মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে রুখে দেবার প্রত্যয় জানিয়ে  এই কমিটি ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মোহাম্মদ ইমরানকে সভাপতি ও আকরামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে।

    ডা: সিদ্দিকুর রহমান জানান, একটি সংঘবদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকারপুত্র  মুজিব উদ্দিনকে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি দেবার অপপ্রচার করে। মুজিব উদ্দিনের পিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিহিৃত রাজাকার ছিলো। রাজাকারপুত্রকে সাধারণ সম্পাদক করে  ফ্লোরিডা আওয়ামী লীগের কমিটি  অনুমোদনের বিষয়টি সত্য নয়। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের  শহীদদের আত্নার প্রতি অবিচার করার দল আওয়ামী লীগ নয়। ‘

    জানা গেছে, নতুন সভাপতি   মোহাম্মদ ইমরান এক এগারোর সময় ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে ছাত্র জীবনে মোহাম্মদ  এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ আকরামও চট্টগ্রামের পাঁচলাইশের আওয়ামী লীগ পরিবারের সন্তান।

    যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে মুজিব উদ্দিন। স্বাধীনতা মাসে একটি পক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে রাজাকার পুত্র মুজিবকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হয়েছে- এমন অপপ্রচার চালায়।  পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরটি তার নয় বলে নিশ্চিত করেন। চিহিৃত রাজাকার পরিবারের সন্তানকে দলের সাধারণ সম্পাদক করার বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু দলের নীতি নির্ধারনী পর্যায়ে চিঠি দেন।

    প্রসঙ্গত, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার মৌলবী মঈনুদ্দিনের ছেলে মুজিব উদ্দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অনুপ্রবেশ করেন। রাজাকারপুত্র মুজিব উদ্দিনের আরেকভাই ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক পদ কিনেছেন। ফটিকছড়ি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রকাশিত বইয়ে নানুপুর ইউনিয়নের রাজাকারের তালিকায় মৌলবী মঈনুদ্দিনের নাম রয়েছে ( ক্রম ১৫)। এছাড়া ২০২০ সালে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা শিরু বাঙালি এক চিঠিতে মৌলবী মঈনুদ্দিনকে রাজাকার হিসেবে শনাক্ত করেন।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর