প্রেস বিজ্ঞপ্তি
প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় চালু করা হয়েছে এবিপি ইফতার বাজার। শনিবার বিকেলে এই বিশেষ ইফতার বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক লায়ন শফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন মো: মঈনুল আলম চৌধুরী, সংবাদিক আবসার উদিন অলি, এম শমিসেদুল আলম, মো: সৈয়দসহ অন্যান্যরা। সব ধরণের ক্রেতাদের জন্য বিশেষ ইফতারি পাওয়া যাবে মাত্র ২৫০ টাকায়। রকমারি ইফতারির সাথে ঢাকার ঐতিহ্যবাহী মামা হালিমের স্বাদ নিতে পারবেন ক্রেতারা। এছাড়া ৩০০ মানুষের একসাথে ইফতার আয়োজনের ব্যবস্থা রয়েছে ইফতার বাজারে।
এইবাংলা/সিপি