19 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    হাটহাজারীতে নিখোঁজের ১০দিন পর যুবকের লাশ উদ্ধার

    আরও পড়ুন

    ::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি ::::

    চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের ১০দিন পর আবু তৈয়ব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

    শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে পৌরসভার মুহাম্মদপুর এলাকার প্যারালাল খাল সংলগ্ন একটি গাছের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু তৈয়ব পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের দায়চাঁন চৌধুরী বাড়ির শাহ আলমের পুত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, দশদিন আগে মার্চের ১৬ তারিখ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেইদিন বাড়িতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। সন্ধান না পেয়ে মডেল থানায় একটি অভিযোগ করেন। নিখোঁজের একপর্যায়ে দশদিন পর স্থানীয়রা প্যারালাল খালের পাড়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

    এবিষয় মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ বলা যাবে। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর