::: নিজস্ব প্রতিবেদক :::
এবার মাহে রমজানের চাঁদের ভিন্নরুপ কৌতূহল তৈরি করেছে ধর্মপ্রাণ মুসলমানদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিন্দু যুক্ত চাঁদের ছবি ভাইরাল। শুধু বাংলাদেশেই নয় পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এমন দৃশ্য দেখা গেছে। চাঁদের এমন মনোমুগ্ধকর দৃশ্যটি দেখার পর কৌতূহলী মানুষ এ নিয়ে আলোচনা শুরু করেছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছে মানুষ। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হলো অনেকেই। আকাশে উঠেছে সরু এক চাঁদ। আর তার নিচেই দেখা যাচ্ছে এক আলোর বিন্দু। চাঁদের ঠিক নিচে ‘তারার মতো’ কিছু একটা দেখে ধর্মভীরু মানুষের মাঝে কৌতূহল দেখা দেয়। অনেকেই ছবি তুলে তা শেয়ারও করেন সামাজিক মাধ্যমসহ প্রিয়জনদের সঙ্গে। কেউ কেউ ভয়ও পান, আবার কেউ কেউ ছড়িয়েছেন নানা গুজব।
কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারীর মতে , ‘ আসলে চাঁদের কাছে যে উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছে, তা হল শুক্রগ্রহ। পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ।’
‘এটি নিশ্চয় আখেরি জমানার বিশেষ নিদর্শন!’ এমন ব্যাখা দিচ্ছেন ধর্মীয় গবেষকরা।
অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীদেন মতে , পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে। তবে কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা।
অ্যাস্ট্রোনমির বিভিন্ন জার্নাল অনুযায়ী, নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে এমন চাঁদ, সেটি বলা সম্ভব নয়।
ওয়াল্ড অ্যাস্ট্রোনমিক সোসাইটির মতে, শুক্র এবং বৃহস্পতি একটি বিরল সংযোগের জন্য একত্রিত হওয়ার কয়েক দিন পরে, আমাদের সৌরজগতের উজ্জ্বলতম গ্রহটি আকাশ থেকে দেখা চাঁদের কাছাকাছি আসার কারণে বিন্দুযুক্ত চাঁদের দেখা মিলেছে। মহাকাশীয় বস্তু একে অপরের কাছাকাছি আসার সাথে সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরল সংযোগটি দেখা গেছে।
দুটি বস্তু একই দৃষ্টিভঙ্গিতে উপস্থিত হয়েছিল, একসাথে সারিবদ্ধভাবে, শুক্র ধীরে ধীরে চাঁদের অন্ধকার প্রান্তের পিছনে অদৃশ্য হয়ে গেছে। যদিও ‘শুক্র’ সন্ধ্যার আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলির মধ্যে একটি, আমাদের গ্রহের ঘনিষ্ঠতার কারনে চাঁদ তার উজ্জ্বলতা প্রায় ২৫০ গুণ বাড়িয়েছে।
এইবাংলা/হিমেল